জেলা পর্যায়ে উপ পরিচালকের কার্যালয়ের মাধ্যমে নিম্নবর্নিতসেবাসমূহ প্রদান করা হয়ঃ মূল কর্মসূচীসহ অন্যান্য সকল প্রকল্প/কর্মসূচী এর আওতায় সমিতি/দল গঠন সম্পর্কিত সকল প্রকার তথ্য সরবরাহ করা হয়ঃ 1. ফসলী(ব্যাংক) ঋণ, আবর্তক কৃষি ঋণসহ সকল প্রকল্পের ঋণ বিতরণ সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয় 2.সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, ব্যবস্থাপনা, হিসাব ব্যবস্থাপনাসহ পেশা ভিত্তিক দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয়। 3.বৃক্ষরোপন, মৎস্য চাষ, উন্নত চুল্লী ব্যবহার ও স্যানিটেশন সম্পর্কে উদ্বুদ্ধকরণ কর্মকান্ডে সহযোগিতা। 4. সেচযন্ত্র বিতরণ এবং বাজারজাতকরণ সম্পর্কে অবহিতকরণ। 5.নারী, শিশু নির্যাতন ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা। 6.কৃষি উপকরণ সংগ্রহ, সরবরাহ ও ব্যবহার সহযোগিতা। 7. ইউনিয়ন পর্যায়ে জনগণের অংশীদারীত্বের ভিত্তিতে ক্ষুদ্র ক্ষুদ্র স্কিক বাস্তবায়ন। 8. জেলার আওতায় উপজেলাসমূহ থেকে প্রদত্ত বিভাগীয় সেবার তথ্য । 9. জেলা অথবা জেলার আওতাধীন উপজেলা পর্যায়ের যে কোন অভিযোগের প্রতিকার বিধান । 10.জেলা দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী সংশ্লিষ্ট সকলের সঙ্গে ভাল আবচরণ করতে অংগীকারাবদ্ধ।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS