Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

ক) বিআরডিবি কর্তৃক বাস্তবায়নাধীন মূল কর্মসূচীসহ অন্যান্য সকল কর্মসূচী/প্রকল্প যেমন-একটি বাড়ি একটি খামার প্রকল্প, আবর্তক ঋণ কর্মসূচী,সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী(সদাবিক), পল্লী প্রগতি প্রকল্প(পপ্রপ্র), অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসূচী, উৎপাদনমূখী কর্মসংস্থান কর্মসূচী(পিইপি), গুচ্ছগ্রাম(CVRP), অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-২(পিআরডিপি-২),আদর্শ গ্রাম-২ প্রকল্প ও দুঃস্থ পরিবার উন্নয়ন সমিতি (দুপউস) প্রকল্পের সমিতি/দল গঠন সম্পর্কিত সকল প্রকার তথ্য সরবরাহ করা হয়।

 খ)  সোনালী ব্যাংক ঋণ, আবর্তক কৃষি ঋণ ও ক্ষুদ্র ঋণ সহ সকল প্রকারের ঋণ বিতরণ সম্পর্কিত তথ্য

 সরবরাহ করা হয়

(গ) সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, ব্যবস্থাপনা,হিসাব ব্যবস্থাপনাসহ পেশা ভিত্তিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান সম্পর্কিত তথ্য সরবরাহ করা হয়।

ঘ) বৃক্ষ রোপন ও স্যানিটেশন সম্পর্কে উদ্বুদ্ধকরণ কর্মকান্ডে সহযোগিতা।

ঙ) নারী ও শিশু নির্যাতন ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা।

চ) কৃষি উপকরণ সংগ্রহ,সরবরাহ ও ব্যবহারে সহযোগিতা।

ছ) জেলার আওতায় উপজেলাসমূহ থেকে প্রদত্ত বিভাগীয় সেবার তথ্য।

জ) জেলা অথবা জেলার আওতাধীন উপজেলা পর্যায়ে যে কোন অভিযোগের প্রতিকার বিধান।

ঝ) এই অফিসের সকল কর্মকর্তা/কর্মচারী সংশ্লিষ্ট সকলের সাথে ভাল আচরণ করতে অঙ্গীকারাবদ্ধ।

 

আজই বিআরডিবি পরিবারের সদস্য হউন,সমৃদ্ধ ভবিষ্যত নির্মাণে বিআরডিবিকে আপনার পাশে রাখুন।